সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেক্সঃ

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে পাঠকদের জন্য-

ভিডিওঃ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

ক্রিমিয়া সেতুতে ফের বড় বিস্ফোরণ, নিহত ২

ক্রিমিয়া সেতুতে আবারও বড় বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেতুটি ক্রিমিয়া উপদ্বীপ ও রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলকে সংযুক্ত করেছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া।

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৯

দক্ষিণ কোরিয়ায় গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। এতে দেশটির কোথাও কোথাও ভূমিধসের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এদিকে ইউক্রেনে সফর শেষে দেশে ফিরেই কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। এসময় ভুক্তভোগীদের উদ্ধারের ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।

চীনে সর্বকালের রেকর্ড ভেঙে তাপমাত্রা পৌঁছালো ৫২ ডিগ্রিতে

মাত্র ছয় মাসের ব্যবধানে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়লো চীন। বছরের শুরুর দিকে তীব্র ঠান্ডায় কাঁপছিল দেশটির কিছু এলাকা। একপর্যায়ে হিমাঙ্কের নিচে (মাইনাস) ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড দেখলো চীন। এবার তাপমাত্রা উঠেছে রেকর্ড ৫২ ডিগ্রি সেলসিয়াসে।

আমিরাতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো

সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, শনিবার (১৫ জুলাই) চলতি গ্রীষ্মে প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে আবুধাবির বাদা দাফাসে (আল ধাফরা অঞ্চল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সেদিন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো আর্জেন্টিনা

আর্জেন্টিনায় ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন পাশের দেশ চিলির ৬০০ কিমি এলাকা জুড়ে অনূভূত হয়। এ ভূমিকম্পে কেউ হতাহত হয়েছে কি না বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্রে বজ্রপাত, ফ্লাইট বাতিলের হিড়িক

যুক্তরাষ্ট্রে বজ্রপাতের কারণে আড়াই হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া বিলম্ব হয়েছে আরও প্রায় ৮ হাজার ফ্লাইট। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং অনেক ফ্লাইট দেরিতে ছেড়ে গেছে।

শস্য চুক্তি থেকে সরে দাঁড়ালো রাশিয়া, ফের খাদ্য সংকটের আশঙ্কা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। ফলে বিশ্বজুড়ে দেখা দেয় খাদ্য সংকট। বেড়ে যায় দাম। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে। পরে জতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় দেশ দুইটির মধ্যে সমঝোতা চুক্তি হয়। এর আওতায় কৃষ্ণসাগর দিয়ে এত দিন শস্য রপ্তানি করে আসছে ইউক্রেন। এবার এই চুক্তি থেকে সরে গেলো রাশিয়া। তাই ফের খাদ্য সংকট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতে ইউটিউবারদের বিরুদ্ধে মাঠে নেমেছে আয়কর বিভাগ

ভিডিও বানিয়ে ইউটিউব থেকে এক কোটি টাকার বেশি আয় করেছেন তাসলিম নামে এক ভারতীয় ইউটিউবার। কিন্তু তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে দেশটির আয়কর বিভাগ। আয়কর ফাঁকির অভিযোগে তাসলিমের বাড়িতে সম্প্রতি অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তার পরিবার।

হিজাব নিশ্চিত করতে ইরানে ফের পুলিশের টহল শুরু

ইরানের নারীদের হিজাব পরা নিশ্চিত করতে আবারো বিতর্কিত টহল দেওয়ার কাজ শুরু করতে যাচ্ছে দেশটির নৈতিকতা পুলিশ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় রোববার (১৬ জুলাই) পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের হিজাব আইন কড়াকড়িভাবে প্রয়োগ করতে মোরালিটি পুলিশ বা নৈতিকতা রক্ষা পুলিশ আবারো রাস্তায় রাস্তায় টহল দেবে। খবর বিবিসির।

স্কটল্যান্ডের সমুদ্রসৈকতে অন্তত ৫০ পাইলট তিমির মৃত্যু

স্কটল্যান্ডের একটি দ্বীপের সমুদ্রসৈকতে অন্তত ৫০ পাইলট তিমির মৃত্যু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় একটি তিমিকে পানিতে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। দ্য ব্রিটিশ ডাইভারস মেরিন লাইফ রেসকিউ চ্যারিটি নামক একটি সংস্থা ওই তিমিগুলোর খবর পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *