রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী হস্তক্ষেপে শাহ জালালের মরদেহ দেশে পাঠানো হয়েছে

আন্তর্জাতিক

বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজ সিনিয়র প্রতিনিধিঃ

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) -এর হস্তক্ষেপে শাহ জালালের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে ।এব্যাপারে প্রয়াত শাহ জালালের ছোট ভাই বাপসনিউজকে বলেন,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,,,,আমি মো: সোলায়মান ।

সৌদি আরব প্রবাসি মরহুম মো: শাহ-জালাল এর ছোট ভাই।। আমার ভাই সৌদিতে দীর্ঘ ২০বছর অভিবাসী হয়ে কাজ করেন। তিনি মে ২,২০২৩ সৌদির তাবুক শহরের দুবা অঞ্চলে হৃদরোগ জনিত রোগে মৃত্যু বরণ করেন। আমার বজ ভাইয়ের মৃত দেহটি বাংলাদেশে প্রেরণ করার জন্য আমি উকিল প্রাপ্ত হই।।

এর পর আমি আমাদের বাংলাদেশ দুতাবাসের অফিসে যোগাযোগ করি এবং শ্রদ্ধেয় পুলিশের সাবেক আইজিপি ড.জাবেদ পাটোয়ারী মহোদয় বাংলাদেশের রাষ্ট্রদূত ড.মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এর সাথে কথা হয়।। তারপর আমি মহোদয়ের সঠিক নির্দেশনায় কাগজপত্র প্রস্তুত করতে সক্ষম হই।।

এবং দুতাবাসের পক্ষ থেকে যথেষ্ট পরিমান সহযোগিতা আমাকে করেছেন। আমি মনে করি সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আমি ছাড়াও তিনি সবার জন্যই এমন সেবা দিয়ে থাকেন। আমি আল্লাহর কাছে ড.জাবেদ পাটোয়ারী স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং সেই সাথে আমাকে যারা সহযোগিতা করেছেন সবারই দীর্ঘায়ু কামনা করি।।

সৌদি থেকে গত জুলাই ১৯ ,২০২৩ মরদেহ পাঠনো হয় বাংলাদেশে এবং ২০ জুলাই ২০২৩ সকালে ৬ টায় বাংলাদেশে পৌছায় ।বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর হস্তক্ষেপে দূত আমার ভাই শাহ জালালের মরদেহ দেশে পাঠানো হয়েছে এজন্য আমি আবারও বিজ্ঞ কূটনৈতিক ড.জাবেদ পাটেয়ারীর কাছে কৃতজ্ঞতা জানাচিছি।আরোও কৃতজ্ঞতা জানাচিছ সিনিয়র সাংবাদিক ও রাজনীতিক হাকিকুল ইসলাম খোকন ও যুক্তরাষ্ট্রের নিউ জার্সি প্রবাসী সাংবাদিক মোঃনাসির ভাই আমাকে বিশেষ ভাবে সহযোগিতা করার জন্য । আমি সবার । দীর্ঘায়ু কামনা করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *