কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
পশ্চিম বাংলা র বিভিন্ন যায়গায় মহাসমারোহে উৎযাপিত হল রাখীবন্ধন। তার ব্যাতিক্রম হয়নি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পক্ষ হতে। এদিন মগরাহাট পশ্চিমের উস্হি থানার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ১,নাম্বার, ব্লক উন্নয়ন বোর্ড এর পক্ষে রাখীবন্ধন পালিত হয়।
এই অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষের মধ্যে রাখীবন্ধন করা হয়। এই অনুষ্ঠানে উস্হি ব্লক উন্নয়ন বোর্ড এর সচিব ছাড়া উপস্তিত ছিলেন মগরাহাট পশ্চিমের উস্হি বি ডি ও সাহেব। এবং উস্হি থানার অফিসার ইনচার্জ শ্রী বৈদ্যনাথ দাস ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান শ্রী সব্যসাচী গায়েন।
এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন এর ভাইস চেয়ারম্যান হাজী মোবারক মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক এর তৃনমূল দলের নেতা শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের বিধায়ক ও সাবেক মাদ্রাসা শিক্ষা দপ্তর এর মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা এবং জেলা পরিষদ সদস্য শ্রীমতী তন্দ্রা পুরকায়স্থ এবং মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড অন্যান্য সদস্যরা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উস্হি গ্রাম পঞ্চায়েত প্রধান জ্যোস্না হাজরা ও উপপ্রধান মিকাইল মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর শিক্ষা সচিব নুরুজ্জামান সেখ ও ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য ও তৃনমূল দলের নেতা তৌফিক মোল্লা ওরফে বাচ্চু ও পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা সেলের সভাপতি মইদুল ইসলাম ও অন্যান্য তৃনমূল দলের নেতৃত্ব।
এই অনুষ্ঠানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার মহাকুমা পুলিশের পক্ষ থেকে উস্হি থানার পি সি অফিসার মইনুল বাবু সহ অন্যান্য পুলিশ অফিসার।
এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উস্হি তৃনমূল দলের নেতা ও পঞ্চায়েত সমিতি র সদস্য সাগির হোসেন ওরফে ভোলা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য শ্রীমতী মিরা মন্ডল ও উত্তর কুসুম অঞ্চল এর সাবেক প্রধান তৃনমূল দলের নেতা কুতুবউদ্দিন লস্কর সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত সদস্য ও তৃনমূল দলের ব্লক ও গ্রাম পঞ্চায়েত এর তৃনমূল দলের নেতৃত্ব।।