কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ১,নাম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সব্যসাচী গায়েন প্রায় লক্ষাধিক মানুষের মধ্যে বৃক্ষ দিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন।
তার মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড র পক্ষ থেকে মোট ১১,টি, অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষের মধ্যে বৃক্ষ চারা রোপণের জন্য চারা গাছ দেন। যার ফলে উপকৃত হবে কয়েক লক্ষ মানুষ। এই চারা গাছের মধ্যে নারিকেল ও সবেদা গাছের চারা গাছ রয়েছে।
তার পঞ্চায়েত সমিতি র মধ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী মানুষের সুবিধা হবে গাছ লাগানো র ফলে। এরফলে সবুজ উন্নয়ন এবং মানুষের মধ্যে বৃক্ষ প্রেম বৃদ্ধি পাবে। এবং পরিবেশ ও জনস্বাস্থ্য র উপর প্রভাব বিস্তার করবে।
আজকের এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন কর্মসূচি তে উপস্তিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড র ভাইস চেয়ারম্যান মোবারক মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড র সচিব তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু। এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড র সদস্য নুরুজ্জামান সেখ ওরফে মন্টু। পঞ্চায়েত সমিতি র সদস্য সাগির হোসেন ওরফে ভোলা।
এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতা ও উস্হি গ্রাম পঞ্চায়েত র উপপ্রধান আইনজীবী মিকাইল মোল্লা ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব নেতা কাজী ইমতিয়াজ কবির ও ইমতিয়াজ কবির টোকেন।
এবং উত্তর কুসুম অঞ্চল র সাবেক প্রধান ও তৃনমূল দলের নেতা কুতুবউদ্দিন লস্কর ও তৃনমূল দলের নেতা আবদুস সালাম হালদার এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড র অন্যান্য সদস্যরা এবং উস্হি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা এবং ব্লক তৃনমূল দলের নেতৃত্ব।।