কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ কলকাতার রানী রাসমণি রোড়ে পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষাবিদ ও গণ পরিষদের ডাকা একটি বিক্ষোভ মিছিল বের হয়। এবং এই শহরের বুকে এর আগে তৃনমূল দলের শিক্ষা শেলের নেতৃত্ব রাজ্যপালের শিক্ষানীতির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পথে নেমেছিলেন।
এদিন কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে এবং রাজ্য সরকারের শিক্ষা প্রতিষ্ঠানের অযথা হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পশ্চিম বাংলা র বহু যায়গায় থেকে ইস্কুল ও কলেজের অধ্যক্ষ ও শিক্ষক ও শিক্ষাবিদ এবং অধ্যশিক্ষক উপস্তিত ছিলেন।
এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে ভাষণ দেন পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা শেলের সভাপতি মইদুল ইসলাম ও পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা মন্তী ব্রাত্য বসু এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা শেলের অন্যান্য নেতৃত্ব।
তাদের দাবি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি বদল করতে হবে । এবং পশ্চিম বাংলা র রাজ্যপালের শিক্ষানীতিতে অযথা হস্তক্ষেপ বন্ধ করতে হবে। নতুবা আগামী দিনে পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা শেলের নেতৃত্ব বৃহত্তম আন্দোলন গড়ে তুলবে।।