ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আয়াতুল্লাহ খামেনি

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আয়াতুল্লাহ খামেনি

আন্তর্জাতিক স্পটলাইট

আন্তর্জাতিক ডেক্সঃ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর থেকেই গাজায় বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজায় চালানো হামলার জন্য বড় আঘাত সইতে হবে ইসরায়েলকে।

তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, ইহুদিবাদীদের জানা উচিত গাজার জনগণকে হত্যার জন্য বড় আঘাত পেতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, গাজায় চালানো ধ্বংসযজ্ঞ ইহুদিবাদীদের জন্য বিপর্যয় নিয়ে আসবে।

ইসরায়েলে হামলা চালানোর পর থেকে গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ধ্বংস করে দেওয়া হচ্ছে একের পর এক ভবন। বাদ যাচ্ছে না আবাসিক ভবনও।

ইরানের নেতা আরও বলেন, ৭ অক্টোবরের ঘটনায় সামরিক ও গোয়েন্দা তথ্যের দিক থেকে ব্যাপক ব্যর্থতার পরচিয় দিয়েছে তেল আবিব। এসময় তিনি ফিলিস্তিনিদের সাহসিকতারও প্রশংসা করেন।

এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াই বেড়ে যাওয়ায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, তেহরান আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনার জন্য ওআইসির জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

সূত্র: প্রেসটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *