কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে উস্তি অঞ্চলের ১২৪,নাম্বার, বুথে অসহায় মানুষের জন্য দুই লাখ দশহাজার টাকার মূল্যের একটি ডিপ টিউবওয়েল স্হাপন করেন উপপ্রধান মিকাইল মোল্লা।
তিনি নিজের এলাকায় বসবাস কারি প্রায় কয়েক হাজার মানুষের পানি ও জলের ব্যাবস্থা করেছেন। তার এলাকায় গন উন্নয়ন গড়ে তুলতে ইতিমধ্যেই দিনরাত পরিশ্রম করে চলেছে। তিনি চান পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক এবং এম পি শ্রী অভিষেক ব্যানার্জী যে উন্নয়ন মূলক বিকাশের ক্ষেত্রে যে কাজ করছে তার অঙ্গ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে গন উন্নয়ন চলছে তার শরিক হতে চান। তার পঞ্চায়েত পশ্চিম বাংলা র মডেল হিসেবে পরিচিত করতে সবধরনের চেষ্টা করবেন। তার এই সামাজিক ও গন উন্নয়ন মূলক বিকাশের ক্ষেত্রে যে কাজ করে চলেছে তাকে সাহায্য করছেন উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন।
এবং সেই সঙ্গে তাঁর সাথে যুক্ত হয়েছে উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর জনস্বাস্থ্য ও কারিগরি সহায়তার কর্মধক্ষ্য ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী মানবেন্দ্র মন্ডল। এবং তার কাজের জন্য সবধরনের সহায়তা করছেন উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত ও গনপরিবহন ব্যাবস্থা দপ্তর এর কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান মোবারক মোল্লা।
তিনি তার কাজের ক্ষেত্রে সাহায্য পেয়েছেন মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা কে এবং উস্তি অঞ্চলের প্রধান জোস্না হাজরা কে। উস্তি অঞ্চলের উপপ্রধান মিকাইল মোল্লা চান তার এলাকায় প্রতিটি মানুষের কাছে পৌঁছে যেতে পঞ্চায়েত সদস্য এবং দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
যাতে করে সাধারণ মানুষের গন সেবা এবং উন্নয়ন গ্রামে গ্রামে এবং প্রতিটি পরিবারের বাড়িতে পৌঁছে যায়। তিনি চান পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো গন উন্নয়ন ও গন বিকাশ। তাই এতটুকু সময় নস্ট না করে জনসেবামূলক কাজের সাথে এগিয়ে চলেছেন।।