ফিতরা আদায়ের নিয়ম কী?

ফিতরা আদায়ের নিয়ম কী?

ইসলাম

ইসলামীক ডেক্সঃ ঈদের আনন্দ গরিব দুঃখীর মাঝে ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম সদকাতুল ফিতর। এটি আদায় করা ওয়াজিব। কিন্তু ফিতরা কীভাবে আদায় করতে হবে?

হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমরা এক সা পরিমাণ খাদ্য অথবা এক সা পরিমাণ যব অথবা এক সা পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ পনির অথবা এক সা পরিমাণ কিশমিশ দিয়ে সদকাতুল ফিতর আদায় করতাম।’ (বুখারি ১৫০৬)

হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী ২ পরিমাপে ৫ জিনিস দিয়ে ফিতরা আদায় করা যায়। আর তাহলো গম, যব, কিসমিস, খেজুর, পনির। এসব গুলোর মধ্যে গমের পরিমাপ হলো অর্ধ সা আর বাকিগুলোর পরিমাপ এক সা। যার যার সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি দিয়ে এ ফিতরা আদায় করতে পারবেন।

বর্তমান বাজারমূল্য হিসেবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত ফিতরা হলো-

গম/আটা

গম বা আটার পরিমাপ হবে অর্ধ সা। যা ৮০ তোলা সেরের মাপে ১ সের সাড়ে বারো ছটাক। আর কেজির হিসাবে ১ কেজি ৬৫০ গ্রাম। তবে ন্যূনতম পূর্ণ ২ সের/কেজির মুল্য আদায় করা উত্তম ৷ যার বর্তমান বাজার মূল্য ১১৫ টাকা।

২. যব

পনিরের পরিমাপও এক সা। কেজির হিসাবে ৩ কেজি ৩০০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য- ২ হাজার ৬৪০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *