ইসলামীক ডেক্সঃ
মোবাইলে অনেক সময় অজ্ঞাত জায়গা থেকে ফ্লেক্সি চলে আসে। নাম্বার লেখায় ভুল হওয়ার কারণে এটা হয়ে থাকে। এ ক্ষেত্রে ওই ফ্লেক্সি বিনামূল্যে ব্যবহার করা জায়েজ হবে না। বরং এর বিনিময় মূল মালিকের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে।
টাকা পাঠানোর পর কেউ কল করলে তো মালিকের সন্ধান মিলেই গেলো, যদি কেউ কল না করে তাহলে ফ্লেক্সিলোড মেসেজের শেষে প্রেরকের যে আইডি নাম্বার লেখা থাকে ওই নাম্বারের মাধ্যমে মোবাইল অপারেটর থেকে ঠিকানা এবং মোবাইল নাম্বার সংগ্রহ করতে হবে। এ অনুসন্ধানের জন্য যা খরচ হবে তা বাদ দিয়ে বাকি টাকা পাঠিয়ে দিলেই হবে।
যদি কোনোভাবেই মূল মালিককে খুঁজে বের করা না যায়, টাকার পরিমাণ যদি এত অল্প হয় বা এত সময় অতিবাহিত হয়ে যায় যে মালিক সেটার জন্য কল করার আর সম্ভাবনা নেই, তাহলে ওই পরিমাণ টাকা মালিকের কাছে সওয়াব পৌঁছানোর নিয়তে দান করে দেবে।