ইসলামীক ডেক্সঃ
আবু সাঈদ আল খুদরি (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদিন আমাদের সামনে খুতবা দিলেন। খুতবাটি বেশ দীর্ঘ ছিল। এক পর্যায়ে তিনি বললেন, জাহান্নামিদের মধ্যে প্রকৃতই যারা জাহান্নামি, (অর্থাৎ যারা জাহান্নামে চিরস্থায়ী হবে) তাদের মৃত্যু হবে না এবং তারা ভালোভাবে বেঁচেও থাকবে না।
কিছু মানুষ যারা তাদের গুনাহের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, (তাদের ওপর আজাবের নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গেলে) আল্লাহ তাআলা তাদের কিছু কালের জন্য মৃত্যু দেবেন।
অবশেষে তারা যখন পুড়ে পুরোপুরি কয়লা হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে শাফাআতের অনুমতি দেওয়া হবে। তখন এদের বিভিন্ন দলে ভাগ করে নিয়ে আসা হবে এবং জান্নাতের নদীগুলোতে ছড়িয়ে দেওয়া হবে। জান্নাতিদের বলা হবে, এদের গায়ে পানি ঢেলে দাও!
জান্নাতের পানির স্পর্শ পেয়ে তারা স্রোতবাহিত পানিতে গজিয়ে ওঠা চারাগাছের মতো সজীব হয়ে উঠবে। আপনারা কি দেখেননি সবুজ গাছ শুকিয়ে হলুদ হয়ে যায়, পরে আবার সবুজ হয়ে ওঠে!
সূত্র: সহিহ মুসলিম, মুসনাদে আহমদ