ইসলামীক ডেক্সঃ
দাঁত থেকে রক্ত বের হলে কুলি করে নিতে হবে। দাঁত থেকে বের হওয়া রক্ত পেটে না গেলে রোজা ভাঙবে না। দাঁত থেকে রক্ত বের হওয়ার পর কেউ যদি থুথুর সাথে ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেলে, তাহলে রক্তের পরিমাণ থুথুর সমান বা বেশি হলে রোজা ভেঙ্গে যাবে। রক্তের পরিমাণ থুথুর চেয়ে কম হলে রোজা ভাঙবে না।
থুথু গিলে ফেলার কারণে রোজা ভেঙে গেলে পরবর্তীতে ওই রোজার পরিবর্তে আরেকদিন রোজা রাখতে হবে অর্থাৎ ওই রোজার কাজা আদায় করতে হবে, কাফফারা দিতে হবে না।
কেউ যদি ইচ্ছা করে রমজান মাসের দিনের বেলা যৌনমিলন করে অথবা পানাহার করে, তবে তার রোজা ভেঙে যাবে। কাজা করতে হবে, কাফফারাও দিতে হবে। কাজা অর্থ একটি রোজার বদলে পরবর্তীতে আরেকটি রোজা রাখা আর কাফফারা আদায় করার তিনটি পদ্ধতি রয়েছে ১. একটি দাসমুক্ত করা, ২. ৬০ জন মিসকিনকে দুই বেলা ভালোভাবে তৃপ্তিসহকারে আহার করানো ৩. ধারাবাহিকভাবে ৬০টি রোজা রাখা।