ইতেকাফকারী কি জানাজার নামাজে শরিক হতে পারবেন?

ইসলাম

ইসলামীক ডেক্সঃ

রমজানের শেষ দশকে যারা ইতেকাফে বসেছেন, তারা জানাজার নামাজ আদায়ের জন্য মসজিদ থেকে বের হলে তাদের ইতেকাফ ভেঙে যাবে। হাদিসে এসেছে, আয়েশা (রা.) বলেন, ইতেকাফকারী অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না এবং (মসজিদের বাইরে) জানাজার নামাজে শরিক হবে না। (সুনানে আবু দাউদ: ২৪৬৫)

ইতেকাফের অন্যতম প্রধান আমল হলো মসজিদে অবস্থান করা। শরঈ ওজর বা জরুরি প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হলে ইতেকাফ ভেঙে যায়। ইতেকাফরত অবস্থায় অজুফরজ-গোসল ও প্রাকৃতিক প্রয়োজন শরঈ ওজর গণ্য হয়। এ সব প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া যায়।

ইতেকাফকারীর জন্য যদি জানাজায় শরিক হওয়া জরুরি হয় এবং সে জন্য মসজিদ থেকে বের হতে হয়, তাহলে এ কারণে তার ওই দিনের ইতেকাফ নষ্ট হয়ে যাবে এবং সুন্নত ইতেকাফও থাকবে না। এ রকম ক্ষেত্রে তাকে রমজানের পর একদিন রোজা অবস্থায় ইতেকাফের কাজা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *