মিজানুর রহমান:
সাংবাদিকতায় ও সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পুরস্কারে ভূষিত হয়েছেন অগ্রযাত্রা’র পত্রিকার কর্মরত দুই সাংবাদিক শাহাদত হোসেন ও মো: মিজানুর রহমান। গত ২০ মার্চ যশোরের নওয়াপাড়ার বিখ্যাত আকিজ দরবার হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা ও সংগঠনের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনারা এই সম্মাননায় ভূষিত হন।
তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রখ্যাত সাংবাদিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মোঃ সুমন সরদারসহ উপস্থিত অন্যান্য অতিথি। বর্তমানে রাজশাহী বিভাগে জনসংখ্যা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মিজানুর রহমান ও মো: শাহাদত হোসাইন নির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পদে রয়েছেন। দীর্ঘ দিন ধরে মোঃ শাহাদত হোসেন ও মিজানুর রহমান সাংবাদিকতার সাথে সম্পৃক্ত।
এ মাধ্যমে সাহসী সাংবাদিক এবং স্পষ্টভাষী সাংবাদিক হিসেবেও বেশ সুনাম রয়েছে তাদের। সাংবাদিক হিসেবে এই সম্মাননা তাকে আগামী দিনে আরো নির্ভীকভাবে সাংবাদিকতা চালিয়ে যাবার প্রেরণা দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বর্তমানে জনপ্রিয় অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা www.agrajatra24.com রাজশাহী ব্যুরো ইনচার্জ হিসেবে কর্মরত আছেন মোঃ শাহাদত হোসেন ও মিজানুর রহমান অনুসন্ধানমুলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রার www.agrajatra24.com স্টাফ করেসপন্ডেন্ট রাজশাহী ব্যুরো তে কাজ করেন, মিজানুর ২০১৬ সাল থেকে কর্মরত ভাবে মাঠ পর্যায়ে কাজ করছেন।
এ উপহার প্রসঙ্গে শাহাদত হোসাইন বলেন, উপহার পেয়ে খুব ভালো লাগছে। মূলত আমি কাজ করি দেশ ও জাতির সেবা করার লক্ষ্যে। নিজেকে ধন্য মনে করছি এই ধরনের সংগঠনের কাছ থেকে এত বড় মাপের একটি পুরস্কার পাওয়ার জন্য। যে সংগঠনটি দেশ এবং দেশের বাহিরে সকল সাংবাদিকদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে তাদের পাশে থেকে এমন একটি পুরস্কার পাবার জন্য যে অনুভূতি তা প্রকাশ করার মতো নয়।
ধন্যবাদ জানাই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান সহ সবাইকে। সম্মাননা কেস্ট পাওয়া মিজানুর রহমান বলেন, দীর্ঘ দিন থেকে সাংবাদিকতায় সাথে জড়িত এর আগেও প্রিয় পত্রিকা অগ্রযাত্রা’র পরিবার থেকে সম্মানিত সম্পাদক স্যার সম্মাননা কেস্ট তুলে দিয়েছেন, এবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি পক্ষ হতে সম্মাননা স্মারক পেয়েছি।
আমি মনে করি এই সম্মাননা আমার একার নই এটি আমার পত্রিকার সম্পাদক স্যারের কারণে পেয়েছি সেই সাথে আগামীতে দেশ জাতির কল্যাণে কাজ করে যাব। ধন্যবাদ জানাই সাংবাদিক সোসাইটি সাথে জড়িত সবাইকে আমার শুভাকাঙ্ক্ষী আমার জন্য দোয়া কামনা করি সবার নিকট।।