সুনামগঞ্জ থেকে,আমির হোসেন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী সকলকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ সিলেটের জাফলং এ জন্ম গ্রহণকারী জয়দেবপুর গাজীপুরের বাসিন্দা বর্তমান সময়ের জনপ্রিয় নারী কবি সাবিনা আফরিন।
তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস মাহে রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র মাহে রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা সন্তুষ্টি চিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন। একমাত্র মহান আল্লাহ পাকের সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায়।

রমজান হলো রহমত বরকত ও নাজাতের মাস। কেননা পাপী বান্দার গুনাগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্নতার ক্ষেত্রে আত্বশুদ্ধি তৈরী করে। রোজা পাপাচার থেকে বিরত রাখে ও তাকওয়া অর্জনে পূর্নাঙ্গ ভাবে জীবন গড়ার সহযোগিতা করে।
তিনি আরো বলেন, আমি মাহে রমজানে দেশবাসীর জন্য সুখ- শান্তি ও কল্যান কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।