পাপের আসামী
ইসমাইল হোসেন সাগর
ঘোড়ার মতো ছুটেই চলেছি দিবানিশিতে ভাই আমি,,
খোদার করুনার পার্থি আমি পাপের আসামী।।
ভাসিয়ে নিজের ঘুড়ি সীমান্তহীন আকাশে,,
না জানি কখন কাটবে সুতা দমকা হাওয়ার স্পর্শে।।
ভেবেই দেখিনি একটি বারো কি হবে ভাই ঐপারে,,,
জবাবদিহিতে বলবো টা কি শেষ বিচারের হাশরে।।
করেছি পাপ,,বলেছি মিথ্যা দিয়েছি যাহা কষ্ট,,
শেষ বিচারের আসামি হয়ে দেখবো তাহাই স্পষ্ট।।
যাহার জন্য নাই যে মোর সামান্যতম প্রস্তুতি,,,
যেদিকে চাই সেদিকে দেখি দোযখ এর আগুনের আকুতি৷
এক এই দুনিয়ায় এক এসেছি একাই যাবো ফিরে,,
তাও কেনো মোর এতো স্বপ্ন এই দুনিয়াকে ঘিরে।।