সুনামগঞ্জ থেকে,আমির হোসেন:
সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর কাছ থেকে ৫০.০০০পঞ্চাশ হাজার টাকা ঘুষ নিলেন হাসপাতালের মেডিকেল সার্টিফিকেট মেনেজমেন্ট শাখায় কর্মরত রেহানা বেগম। বিষয়টি নিয়ে চলছে নানা গুঞ্জন, ঘুষ নেওয়ার বিষয়ে সিলেট বিভাগিয় উপ-পরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন চিকিৎসা নিতে আসা রুগী আখলিমা বেগম।
অভিযোগ খতিয়ে দেখা যায় বিস্বম্ভরপুর উপজেলার ঘামাইতলা গ্রামের লাল মিয়ার স্ত্রী আখলিমা বেগম গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হলে সেকানেই পরিচয় মেডিক্যাল সার্টিফিকেট মেনেজমেন্ট শাখার রেহানা বেগমের সাথে এক পর্যায়ে সার্টিফিকেট নিতে আখলিমার কাছে টাকা দাবি করেন রেহানা বেগম। অনেক আকুতি মিনতি করে আখলিমা ৫০.০০০পঞ্চাশ হাজার টাকা রেহানাকে দেন।
কিন্তু সার্টিফিকেট প্রদানে সময় কাল ক্ষেপন করলে আখলিমার সাথে রেহানার কথাকাটি হয় বিষয় টি কতৃপক্ষের নজরে আসলে আখলিমার সার্টিফিকেটের বিষয়টির সুরাহা দিলেও টাকার বিষয়ে কোন সুরাহা না পাওয়ায় বিভাগিয় উপ-পরিচালক বরাবরে লিখিত অভিযোগ দেন আখলিমা বেগম।
এ বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালের মেডিকেল সার্টিফিকেট মেনেজমেন্ট শাখায় কর্মরত রেহানা বেগম বলেন বিষয়টি একেবারে বানোয়াট আমার উপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিলেট বিভাগিয় উপ-পরিচালক ডা,শরীফুল হাসান জানান অভিযোগের বিষয়টি খোজখবর নিয়ে সত্যতা পেলে অবশ্যই ব্যাবস্হা নেওয়া হবে।