সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: দেলোয়ার হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত ২৯ মার্চ সিআর ৬৪/২২ মামলায় আদালতে হাজিরা দিতে গেলে সেখানেই তিনি আটক হন।
জানা যায় ২০১৬ সালে দেলোয়ার হোসাইন কাউন্সিলর থাকাকালীন সময়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের হবিবপুর মাঝপাড়া এলাকার বাসিন্দা মধু মালা নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মহিলাকে মিথ্যা তালাকপ্রাপ্ত ওয়ারিশান সার্টিফিকেট দেন।
এই ঘটনায় ভুক্তভোগী ঐমহিলা বাদী হয়ে প্রায় ৬ মাস আগে সুনামগঞ্জ কোর্টে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গত ২৯ মার্চ সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসাইন আদালতে হাজিরা দিতে গেলে দেলোয়ার হোসাইন এর আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন।
আমলগ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জ (জগন্নাথপুর) ইশরাত জাহান তার জামিন আমলে না নিয়ে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।। বাদীর আইনজীবী এই তথ্যটি নিশ্চিত করেছেন।।