আমির হোসেন স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট টু তাহিরপুর সদর রাস্তার পাতারগাঁও নামক স্থানে স্থানীয় একটি প্রভাবশালী চাদাঁবাজ সিন্ডিকেট অবৈধভাবে মাটি বাঁধ দিয়ে পানি আটকিয়ে ওই রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণের কাছ থেকে চাদাঁ নেয়ার প্রতিবাদে এবং ওই অবৈধ বাধঁ কেটে দিয়ে পানি অপসারণ করে ওই রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ জনগণকে চাদাঁবাজদের কর্তৃক হয়রানির বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে তাহিরপুর উপজেলা সচেতন নাগরিক সমাজ।
আজ ২৯ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের কালি বাড়ি রোডে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন করেন তাহিরপুর উপজেলা সচেতন নাগরিক সমাজ। মানববন্ধনে বক্তারা বলেন, এখন শুকনো মৌসম তাহিরপুর বাদাঘাট রাস্তার পানি সড়ে গিয়ে বর্তমানে শুকিয়ে যাওয়ার কথা।
কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী চাদাঁবাজ সিন্ডিকেট পাতারগাঁও নামক স্থানে ওই রাস্তার দুই পাশে মাটি দিয়ে অবৈধভাবে বাধঁ দিয়ে মধ্য খানে পানি রাখে দেয়। ওই রাস্তা দিয়ে যাতায়াতর জনসাধারণ যাতে নৌকা যোগে ওই স্থান পারাপার হতে হয়।
ওই সুবিধা কাজে লাগিয়ে ওই চাদাঁবাজ সিন্ডিকেট চক্রটি প্রতি মোটরসাইকেল ২০ টাকা ও প্রতি জন মানুষের কাছ থেকে ১০ টাকা চাদাঁ হাতিয়ে নিচ্ছে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, তাহিরপুর বাদাঘাট রাস্তার পাতারগাঁও নামক স্থানে ওই চক্রটি যে অবৈধভাবে মাটি দিয়ে বাধঁ দিয়েছে তা কেটে দিলেই পানি সড়ে গিয়ে রাস্তাটি সম্পন্ন শুকিয়ে যাবে। কিন্তু তারা তাদের চাদাঁবাজি চালিয়ে যাওয়ার জন্য এখনো ওই স্থানে মাটির বাধঁ দিয়ে পানি আটকিয়ে রাখে রাস্তার মধ্যখানে।
তাই অতি দ্রুত পাতারগাঁও নামক স্থানে অবৈ বাধঁ কেটে দিয়ে সাধারণ জনগণকে ওই চাদাঁবাজদের হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য তাহিরপুর উপজেলা সচেতন নাগরিক সমাজ জোর দাবি জানিয়েছেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা প্রশাসনের কাছে। এ সময় বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম রোকন, মোশাররফ হোসেন, নবী হোসেন, আসিক মিয়া প্রমুখ।