স্টাফ রিপোর্টার:
নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন এর আয়োজনে দেশের একুশজন গুণীজনদের নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ প্রদান করা হয়েছে।
এতে ভূষিত হলেন সুনামগঞ্জ জেলার মুরাদপুর গ্রামের কৃতি সন্তান রাকিব আলী। সমাজসেবা ও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে বিশেষ অবদান রাখার জন্য নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ ভূষিত হয়েছেন তিনি।
গতকাল শুক্রবার (০৬ ডিসেম্বর) ঢাকার বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলার কর্মময় আদর্শ জীবন ও মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শীর্ষ আলোচনা ও নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানেই বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলার একুশজন গুণীজনদের সংবর্ধনা পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমাজসেবক ও সমাজ উন্নয়ন কর্মী রাকিব আলীর হাতে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার তুলে দেন বিশিষ্ট সাংস্কৃতিকমনা ব্যক্তিত্ব অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলার বীর ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদিকা ড. রাজিউন সালমা লাবনী। অনুষ্ঠান উদ্বোধন করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এড. জহুরুল হক জহুর।
সভাপতিত্ব করেন, নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ এর সহ সভাপতি অধ্যাপক মোঃ গোলাম ফারুক এবং অনুষ্ঠান পরিচালনা করেন নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুদ রানা। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন যায়গা থেকে আগত খ্যাতিমান বিশিষ্ট আইনজীবী, শিক্ষক, ডাক্তার, পরিচালক, কবি-সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে রাকিব আলী তার বক্তব্যে বলেন, আমি মানুষকে ধর্মীয়ভাবে দেখি না। আমি দেখি মানুষকে মানুষ হিসেবে। আমি দীর্ঘ দিন যাবৎ সুবিধা বঞ্চিত লোকদের জন্য কাজ করছি।
এখনো সেই সুবিধা বঞ্চিত লোকদের মাঝে আমার কাজ চলমান। আমরা সবাই যদি যারতার যায়গা থেকে সমাজ ও সমাজের সুবিধা বঞ্চিত লোকদের পাশে দাঁড়াই তবেই পৃথিবীতে মানুষের মাঝে মানুষের প্রীতি ও শান্তি নেমে আসবে বলে করি। পরে অধ্যাপক গোলাম ফারুক এর বক্তব্য ও পুরষ্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।