ভারতের গণমাধ্যম প্রতিনিয়তই মিথ্যাচার করছে- মানজুর আল মতিন

জাতীয়

আমির হোসাইন,স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায়
ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনার বিচার দাবি করেছেন জাতীয় নাগ‌রিক ক‌মি‌টির সদস্য মানজুর আল মতিন।

শনিবার সকালে দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামে ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়িঘর পরিদর্শন শেষে তিনি এ দাবি জানান।

মানজুর আল মতিন বলেন, ‘এখানে কিছু হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, হামলার চিহ্ন এখনো রয়েছে। এ ঘটনার যারা ঘ‌টি‌য়ে‌ছে তা‌দের বিচার করতে হবে। ক্ষ‌তিগ্রস্তদের ক্ষ‌তিপূরণ দিতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে। বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ, হিন্দু মুসলিম সবার বাংলাদেশ। সে কারণে ভাই- ভাইয়ের পাশে দাঁড়াবে, ভাই ভাইকে চিনবে, এটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি, এটা মনে রাখতে হবে।’

মানজুর আল মতিন ব‌লেন, দোয়ারাবাজারে যে ধর্ম অবমাননা ক‌রে‌ছে তাঁ‌কে পু‌লিশ ধ‌রে‌ছে। এখন এই সূত্র ধ‌রে যারা একজ‌নের দোষের কারণে অন্য হিন্দু বা‌ড়ি‌তে হামলা ক‌রে‌ছে, এ হামলাকারী‌দের বিচার কর‌তে হবে।

তি‌নি ব‌লেন, আমরা চাই এই ধরনের ঘটনা আর কখনোই না ঘটে। এখানে সংখ্যা হয়তো ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে বলছে, ক্ষতির পরিমাণও বাড়িয়ে বলছে। সরেজমিনে আসলে হামলার বিষয়টি পরিষ্কার হবে। মানুষের বাড়িতে হামলা, মানুষকে অনিরাপদ করা, তাদের শিশুসহ পালিয়ে যাওয়া এটা আমার বাংলাদেশে হতে পারে না।

মতিন আরও বলেন, এরা আগেও দীর্ঘদিন সম্প্রতির সাথে বসবাস করছিলেন। কারা এই ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছে সেটা খুঁজে বের করা জরুরি। এটার পেছনে আরও শক্তি রয়েছে।

কারা এই মানুষ গুলোকে উত্তেজিত করছে,একজায়গায় জড়ো করছে, কারা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে তাদের চিহ্নিত করা প্রয়োজন।

পরিদর্শনে এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির সদস্য প্রিতম দাশ, চিকিৎসক কর্মী তাজনুবা জাবিনসহ জাতীয় নাগরিক কমিটি সিলেট, সুনামগঞ্জের দায়িত্ব প্রাপ্ত কর্মীবন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *