স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় শেইভ মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৭ টি অবৈধ শেইভ মেশিন জব্দ করে উপজেলা প্রশাসন।
আজ ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে যাদুকাটা নদীর ঘাগটিয়া ও লাউড়েরগড় এলাকা থেকে অভিযান চালিয়ে এসব অবৈধ শেইভ মেশিন জব্দ করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, বেশ কয়েকদিন ধরে যাদুকাটা নদীর ঘাগটিয়া ও লাউড়েরগড় এলাকায় নিষিদ্ধ শেইভ মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের করেছে একটি সিন্ডিকেট।
এমন সংবাদ পেয়ে আজ দুপুরে তাহিরপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ১৭ টি অবৈধ শেইভ মেশিন জব্দ করা হয়েছে।
এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িতরা শেইভ মেশিন ফেলে পালিয়ে যায়। জব্দকৃত শেইভ মেশিন সবগুলোই বাজেয়াপ্ত করা হবে।