সুনামগঞ্জ থেকে,আমির হোসেন:
সুনামগঞ্জ সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য, সৌদি প্রবাসী মো: রুকন উদ্দিন রাজুর নিজস্ব অর্থায়নে অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় পৌর শহরের কালীপুর এলাকায় তাহার নিজ বাস ভবনে ৫০ জন অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি একে মিলন আহমেদ এর সভাপতিত্বে। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহ সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুক, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হানিফ, মো: আব্দুল ওয়াহাব মির্জা, সোহাগ মিয়া প্রমুখ।সুনামগঞ্জ পৌর শহরের ৫০ জন অসহায় দুঃস্থ এবং সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, সৌদি আরব থেকে মো: রুকন উদ্দিন রাজুর সার্বিক সহযোগীতায় সার্চ সংগঠনের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দেশের বাহিরে যারা এত পরিশ্রম করেও দেশের মানুষের কথা চিন্তা করে তারাইতো আমাদের সম্পদ। তাদের জন্য দোয়া রইলো। আল্লাহ যেন তাদের ভালো রাখেন।