এম,মাহমুদুল হাসান(নিপুন),নড়াইল জেলা (প্রতিনিধি) :
নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি পরিবারের লোকজন দীর্ঘদিন ঘর বাড়ি ছাড়া।
নিজস্ব ঠিকানা থাকলেও আতঙ্কে ফেরা হতো না নিজ বাড়িতে। অবশেষে ১৯ এপ্রিল বিকালে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের হস্তক্ষেপে ঈদ উদযাপনের প্রত্যাশায় নিজ বাড়িতে ফিরল ঘর ছাড়া এই মানুষগুলো।
(ডিবি)পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) মঞ্জুর মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চাচুড়ী এলাকার স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করে তাদের নিজ নিজ বাড়িতে উঠিয়ে দেন।
এসময় তাদের মুখে উপচে পড়ে হাসি। তারা জানান,ঈদকে সামনে রেখে নিজ বাড়িতে ফিরতে পারায় আমরা সবাই খুবই আনন্দিত। এমন মহান কাজের জন্য নড়াইল জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবার গুলো ও স্থানীয় সাধারণ জনগণ।