সুনামগঞ্জ থেকে,আমির হোসেন:
গ্রেটার সিলেট ডেভলপমেনট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে, জিএসসি, সুনামগঞ্জ জেলা শাখার উদ্েযাগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ১ শতাধিক অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বিকেলে সুনামগঞ্জ শহরে হতদরিদ্র পরিবারের মধ্য প্রতি পরিবারে ১ হাজার টাকা করে তিনলাখ বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
নগদ অর্থ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভলপমেনট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে, জিএসসি, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বজলু, কোষাধ্যক্ষ এ.কে.এম মহিম। পরে দরিদ্র পরিবারের মধ্য নগদ অর্থ বিতরণ করেন সংগঠনের সদস্যরা।