নতুন কহেলা গ্রামে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খান আহমেদ শুভ এম.পি-

জাতীয়

নাঈম খান রাব্বি (স্টাফ রিপোর্টার):

আজ ২৩শে এপ্রিল রবিবার ঈদের দ্বিতীয় দিন টাঙ্গাইল মির্জাপুর, নতুন কহেলা গ্রামের রফিকুল ইসলাম খান লউশা’র বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেন টাঙ্গাইল ৭ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয় সংসদ খান আহমেদ শুভ। নতুন কহেলা গ্রামে খান আহমেদ শুভ’র আগমনে গ্রামবাসী স্বাগতম জানিয়েছে এবং কুশল বিনিময় করেছে।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৭ নং উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাহবুব আলম মল্লিক, ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম খান, রফিকুল ইসলাম খান (লউশা), এনামুল হক খান(আজাদ), ভোলা খান, ইয়ার হোসেন খান, শাহালম খান সহ নতুন কহেলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নেতা কর্মীরা।

নতুন কহেলা গ্রামবাসী সড়ক পাকাকরণ ও নদীর উপর ব্রীজের জন্য দাবী জানিয়েছে। এমপি খান আহমেদ শুভ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে এছাড়া রাস্তা, ব্রীজ ও বেকার যুবকদের কর্মসংস্থান এবং চাকরির ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস দিয়েছে।

খান আহমেদ শুভ এমপির উপস্থিতিতে এবং কুশল বিনিময় করতে পেরে নতুন কহেলা গ্রামবাসী ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *