তাহিরপুর পবিত্র ঈদুল ফিতরে ইমাম-মুয়াজ্জিনগণের মধ্যে স্বজন সমাবেশের নগদ অর্থ উপহার

তাহিরপুর পবিত্র ঈদুল ফিতরে ইমাম-মুয়াজ্জিনগণের মধ্যে স্বজন সমাবেশের নগদ অর্থ উপহার

জাতীয়

সুনামগঞ্জ থেকে,আমির হোসেন:

সুনামগঞ্জ তাহিরপুর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মসজিদে দ্বীনি খেদমতে থাকা ইমাম-মুয়াজ্জিনগণের মধ্যে যুগান্তর স্বজন সমাবেশ নগদ অর্থ উপহার (হাদিয়া) প্রদান করেছে।

শুক্রবার বাদ মাগরিব পরবর্তী সময়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ২৫টি মসজিদের ৫০ জন সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণের হাতে নগদ অর্থ পৌছে দেয়া হয়। ‘আজাদ ফাউন্ডেশনের’ নিজস্ব তহবিলের অর্থায়নে ইমাম-মুয়াজ্জিনগণের মধ্যে ওই অর্থ প্রদান করা হয়েছে।

সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণের হাতে উপহার হিসাবে নগদ অর্থ পৌছে দেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ‘আজাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা’ হাবিব সরোয়ার আজাদ, দৈনিক যুগান্তরের ফটোগ্রাফার শিহাব সরোয়ার শিপু, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলার শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।

উপজেলার ২৫টি মসজিদে দ্বীনে খেদমতে থাকা সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণের পক্ষে উপহার হিসাবে নগদ অর্থ গ্রহন করেন, উপজেলার কামড়াবন্দ জামে মসজিদের খতিব মাওলানা সফিউল্লাহ, বাদাঘাট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, লামাপাড়া মসজিদের খতিব মাওলানা আব্দুল বাতেন সহ একাধিক ইমাম-মুয়াজ্জিনগণ প্রমুখ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওই দিন দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের প্রয়াত পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ সংগঠন হাজি বৈদ মিয়া শাহ্’র রুহের মাহরিফরাত কামনায় এবং যুগান্তর পরিবারের সবার জন্য ইমাম-মুয়াজ্জিনগণ ও ধর্মপ্রাণ মুসল্লীগণের নিকট দোয়ার দরখাস্ত পেশ করা হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *