জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাতীয়

আমির হোসেন,

দ্বিতীয় মেয়াদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

আজ ২৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মাহিমা রেস্টুরেন্টে কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে দেশের প্রথম সাড়ির জাতীয় দৈনিক সকালের সময় প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে সভাপতি ও জাতীয় দৈনিক আজকালের খবর প্রতিনিধি আলী হোসেন খানকে সাধারণ সম্পাদক মনোনীত করে দ্বিতীয় মেয়াদে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় কার্যকরী সদস্য পদে সিনিয়র সাংবাদিক আমিনুল হক সিপন, দৈনিক বিজয়ের কন্ঠ প্রতিনিধি ইকবাল হোসাইন মনোনীত হয়েছেন।।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশচিত্র প্রতিনিধি বিপ্লব দেবনাথ, কোষাধ্যক্ষ পদে দৈনিক দেশবাংলা প্রতিনিধি মাসুদ আহমেদ তালুকদার, দপ্তর সম্পাদক পদে দৈনিক আলোচিত কন্ঠ প্রতিনিধি রনি মিয়া, প্রচার সম্পাদক পদে দৈনিক ঢাকার টাইম প্রতিনিধি প্রভাষক জাহিদ হাসান, সদস্য দৈনিক শ্যামল সিলেট স্টাফ রিপোর্টার জনি শর্মা, দৈনিক সুনামগঞ্জের সময় প্রতিনিধি তৈয়বুর রহমান, দৈনিক জৈন্তা প্রতিনিধি সোনিয়া বেগম নির্বাচিত হয়েছেন।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আমিনুল হক সিপন, নির্বাচিত সভাপতি আমিনুর রহমান জিলু, সাধারণ সম্পাদক আলী হোসেন খান সহ আরো অনেকে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *