নড়াইলে পুলিশের অভিযানে ৩ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবা সহ আটক -৩

জাতীয়

এম,মাহমুদুল হাসান (নিপুণ),নড়াইল জেলা (প্রতিনিধি):

নড়াইলে ৩ (তিন) বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবাসহ তিনজন কে আটক করেছে নড়াইল জেলা পুলিশ। জামিরুল ইসলাম সবুজ (৩২) পিতা ইদ্রিস শেখ,ও একই গ্রামের বাদশা মৃধাের ছেলে ইস্রাফিল মৃধা (৩৬) তারা উভয়ই লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। অপর একজন নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের খোকন চন্দ্র দেবনাথের ছেলে অনিক চন্দ্র দেবনাথ মানিক(৩৫)।

২৫ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিনের দিক-নির্দেশনায় এসআই(নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানাধীন মঙ্গলহাটা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রোপ্তারকৃত জামিরুলের নিকট থেকে ৪০ পিস ও ইস্রাফিলের নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়া ২৫ এপ্রিল নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনা ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভার অন্তর্গত ডুমুরতলা এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি অনিক দেবনাথ (মানিক) কে গ্রেপ্তার করে।

মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ বদ্ধপরিকর। গ্রেপ্তারের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *