সুনামগঞ্জ থেকে আমির হোসেন:
সুনামগঞ্জে জাতীয় নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীআব্দুস সামাদ আজাদের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৭এপ্রিল) দুপুর ১২টায় পৌর শহরের রমিজ বিপনীস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত্ পলিন। তিনি বলেন, মরহুম আব্দুস সামাদ আজাদ ছিলেন একজন খাঁটি রাজনীতিবিদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর।
দেশের জন্য, মুক্তিযুদ্ধের জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন।আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট পীর মতিউর রহমান, অ্যাডভোকেট চাঁন মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, বাবু শংকর চন্দ্র দাস, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, অমল কর, অ্যাডভোকেট বিমান কান্তি রায়, জেলা সেচছাসেবকলীগ সভাপতি সোয়েব চৌধুরী, এছাড়াও জেলা শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম আহমদ, শাহারুল আলম আফজাল,শুভ বণিক, আসিফ বখত রাদ, আব্দুল হালিম রনিসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।