বিএমএসএস চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএমএসএস চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয়

স্টাফ রিপোর্টার :

বিএমএসএস চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ মে বৃহস্পতিবার বাদ আসর যশোর সদরের মুড়লী মোড়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস-এর অফিসে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের আশু রোগ মুক্তি কামনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)- এর খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি, দৈনিক প্রতিদিনের কন্ঠের ব্যবস্থাপনা সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনি, বিভাগীয় সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, আইসিটি সম্পাদক সেলিম হোসাইন, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক ও জাগরণী টিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম।

উপস্থিত ছিলেন- যশোর জেলা কমিটির সভাপতি ও এশিয়ান টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি নাসিম রেজা, সহ-সভাপতি ও গ্রামের কন্ঠের স্টাফ রিপোর্টার আমির আলী শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের চেতনার সিনিয়র ফটো সাংবাদিক যশোর, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ও প্রতিদিনের কন্ঠে ফেরদৌস কামাল, নিবাহী সদস্য ও দৈনিক গ্রামের কন্ঠ নাঈম হোসেন, দৈনিক গ্রামের কন্ঠ ইমাম হোসেন, দৈনিক আমার দেশ প্রতিদিন নাজমুল হোসেন খান রন্টু, জসিম উদ্দিন তুহিন আমার দেশ প্রতিদিন, দৈনিক কল্যাণ বাঘারপাড়া প্রতিনিধি শহিদুল ইসলাম, সদস্য শাওন হোসেনসহ (বিএম এসএস) এর সদস্যবৃন্দ।

দোয়া পরিচালনা করেন- মোঃ ইমরান হোসেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *