সুনামগঞ্জ থেকে,আমির হোসেন:
গত ১০মে পূর্ব লন্ডনের স্থানীয একটি হলে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে এর সভাপতি আরমান আলাীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ চৌধুরীর পরিচালনায় সংগঠনের কার্যকরী কমিটির এক সভা অনুষ্টিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি কাইয়ূম মিয়া।
উক্ত সভায় সংবিধান সংশোধনী, সংগঠনের আসন্ন কার্যকরী কমিটির নির্বাচন ও বিজিএম এর তারিখ আগামী ১৭ই সেপ্টেম্বর ২০২৩ অনুষ্টানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি শাহ সানাউর হুসাইন,সহ সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সিনিয়র সদস্য আতাউর রহমান,সিনিয়র সদস্য ডঃ রুয়াব উদ্দীন,সহ সভাপতি ফারুক মিয়া জিলু,আসাদুজ্জামান,যুগ্ন কেশিয়ার মো আবু ইয়াছিন সুমন,যুগ্ন সম্পাদক মাসুক সর্দার, আনোয়ার কামাল দুলাল,জয়নাল আবেদিন,রাজু মিয়া,আতাউর রহমান আনসার,অর্গানাইজিং সেক্রেটারী আব্দুল করিম খয়ের,অফিস সেক্রেটারী শাহীন খাঁন,ওয়েলফেয়ার সেক্রেটারী কামরুল হক,স্পোর্টস সেক্রেটারী আলী আহমেদ,কার্যকরী কমিটির সদস্য খালেদ রেজা খাঁন,মিজানুর রহমান,চুন্নু মিয়া,সাদিক মিয়া,ইমামুল হক প্রমুখ।