রংপুরের উদ্যোগে মাল্টিমিডিয়ার মাধ্যমে হজ যাত্রীদের ১৬ তম হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের উদ্যোগে মাল্টিমিডিয়ার মাধ্যমে হজ যাত্রীদের ১৬ তম হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয়

শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধি:

জেলা ও মহানগর হাজী কল্যাণ সংস্থার আয়োজনে ১৬তম হজ প্রশিক্ষণ কর্মশালা (১৩ই মে)শনিবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে মাল্টিমিডিয়ার মাধ্যমে হজ্ব যাত্রীদের হজ্ব কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি প্রেফেসর আলহাজ্ব মোঃ শাহজাহান এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মোঃ তানবীর হোসেন আশরাফী ও সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মো: গোলাম ফারুক এর সঞ্চালনায় হজ্ব প্রশিক্ষণ দেন আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম, উপদেষ্টা জেলা ও মহানগর হাজী কল্যাণ সংস্থা রংপুর।

স্বাস্থ্য বিষয়ক কর্মশালা করেন অধ্যাপক আলহাজ্ব ডাঃ মাহফুজার রহমান, বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ ও ভাইস প্রিন্সিপাল রংপুর মেডিকেল কলেজ, উপদেষ্টা। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম ডিআইজি রংপুর রেঞ্জ,রংপুর। মোঃ আবু বক্কর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আবুল কালাম, পরিচালক, ইসলামি  ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়, রংপুর।

মোঃ শাহজাহান আলী, ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান, ইসলামী ব্যাংক রংপুর। আলহাজ্ব মোঃ এমদাদুল  হোসেন, স্বত্বাধিকারী,জনতা গার্মেন্টস ও উপদেষ্টা, হাজী কল্যাণ সংস্থা রংপুর। আলহাজ্ব ডা: আক্তার হোসেন বাদল, স্বত্বাধিকারী আজাদ হোমিও হল। আলহাজ্ব মোঃ ডাঃ রাশেদুল মাওলা, চক্ষু বিশেষজ্ঞ, উপদেষ্টা, ডাঃ ইমদাদুল হক নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সহ অন্যান্য অতিথিবৃন্দ। 

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আলহাজ্ব আব্দুল লতিফ খান, সিনিয়র সহ-সভাপতি,  আলহাজ্ব নুরুল হক মুন্না সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি, প্রফেসর মানসুর আলী সহ-সভাপতি, হাজ্জা নাফিসা সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক, হাজ্জা নুরজাহান বেগম, সহ- মহিলা বিষয়ক সম্পাদক জেলা ও মহানগর হাজী কল্যাণ সংস্থা, রংপুর।

হাজী কল্যাণ সংস্থার আয়োজনে অতিথিরা বক্তব্যে বলেন, হাজীরা আল্লাহর মেহমান। সমাজে হাজী সাহেবদের আচার আচরণ ও ভালো কাজ দেখে অনেকে শিক্ষা নেন। হজ্ব মানুষকে সুশৃংখল জীবন গঠন করার শিক্ষা দেয়।  অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন- মুফতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী সরকার, অবসরপ্রাপ্ত উপধ্যক্ষ, বড় রংপুর কারামতিয়া জামিল মাদ্রাসা, মাহিগঞ্জ, রংপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *