তৈল জাতীয় উৎপাদন কারি হিসেবে রাণীংকৈলের তিন কৃষক জেলা পর্যায়ে সেরা

তৈল জাতীয় উৎপাদন কারি হিসেবে রাণীংকৈলের তিন কৃষক জেলা পর্যায়ে সেরা

জাতীয়

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সেরা তৈল জাতীয় উৎপাদন কারি হিসেবে জেলার প্রথম স্থানে রয়েছে রাণীশংকৈল উপজেলা। মঙ্গলবার (১৬ মে) ঠাকুরগাঁও খামার বাড়ি অডিটোরিয়াম হলরুমে ঠাকুরগাঁও খামার বাড়ি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামিমা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক ( উদ্ভিদ সংরক্ষণ ) শাহিনা বেগম,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিক দপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম।

জেলা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একে এম খোরসেদুজ্জামান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, সদর উপজেলা কৃষি অফিসার, কৃষ্ণ রায় প্রমুখ। বক্তৃতারা বলেন,জেলার প্রতিটি উপজেলার মধ্যে তৈল জাতীয় উৎপাদন কারি হিসেবে রাণীশংকৈল উপজেলা কেবল মাত্র প্রথম, দ্বতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

এর পরিশ্রমের ফল হিসেবে একমাত্র কাজ করেছেন উপজেলা কৃষি অফিসার সঞ্চয় দেবনাথ। প্রসঙ্গত ২২-২৩ অর্থ বছরে তেলজাতীয় ফসল বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে সেরা তেল উৎপাদনকারী কৃষক হিসেবে রাণীশংকৈল উপজেলার প্রথম স্থানে নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের মানিক রানা,দ্বিতীয় লেহেম্বা ইউনিয়নের বসতপুর গ্রামের নফির আলী,তৃতীয় রাতোর ইউনিয়নের ফরিঙ্গাদিঘী গ্রামের মোতাহার হোসেন জেলার সেরা পুরুষ্কার হিসেবে গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *