সুনামগঞ্জ থেকে,আমির হোসেন
তাহিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল শেষে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,আওয়ামীলীগ নেতা সুধাংশু মোহন রতন গাঙ্গুলী,লুৎফুর রহমান লাকসাব,কুতুব উদ্দিন, মইনুল হক, যুবলীগ নেতা নাজমুল হুদা সংগ্রাম,আবু শামা,উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার,ছাত্রলীগ নেতা শঙ্কর চন্দ প্রমূখ।