তাহিরপুর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

তাহিরপুর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

জাতীয়

সুনামগঞ্জ থেকে,আমির হোসেন:

তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপের অয়োজনে সীমান্তে অনুপ্রবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে গ্রুপের বড়ছড়াস্থ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।

তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপের সভাপতি আলহাজ্ব আলখাছ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে সদস্য সচিব রাজেশ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান (পিবিজিএম)।

পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল হোসেন খান,সাধারণ সম্পাদক অমল কান্তি কর,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আমার এলাকার মানুষ খেটে খাওয়া মানুষ। এ এলাকায় কোনো মিল ফ্যাক্টরী নেই।

জন্মলগ্ন থেকেই এ এলাকার হতদরিদ্র অসহায় মানুষ কয়লা, বালু ও পাথর আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছে। আমি আশা করি আমার জনসাধারণ দেশের প্রচলিত আইন মেনে সবকিছু করবেন। প্রশাসন আপনাদেরকে সব সময় সহযোগিতা করবে।

তিনি আরো বলেন,পাটলাই নদীতে বিআইডব্লিউটি’র নামে কয়লা ,চুনাপাথর পরিবহনকারী নৌকা থেকে জোড় পূর্বক টাকা আদায় করে। আপনারা সম্মিলিত হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *