সুনামগঞ্জ থেকে,আমির হোসেন
সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। বিগত মেয়াদে দেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যাপক সম্প্রসারণের মধ্য দিয়ে তথ্যনির্ভর সমাজ গঠনের পথ এগিয়ে নিচ্ছে সরকার। দেশে গণতন্ত্রের বিকাশ, লালন ও পরিচর্যায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
দৈনিক প্রচেষ্টা নিউজ অনলাইন পত্রিকা’র উদ্দেশ্য হচ্ছে, সকল মানুষের কাছে সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে দেশের সুশাসন, ন্যায়বিচার, ন্যায়প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই অগ্রযাত্রা। এই দৈনিক প্রচেষ্টা নিউজ সঙ্গে যারা জড়িত, তারা প্রত্যেকে নিজ প্রতিষ্ঠান হিসেবে কাজ করবেন।
তাহলে দৈনিক প্রচেষ্টা নিউজ’র মান ভালো হবে। দৈনিক প্রচেষ্টা নিউজ’র মানুষের কাছে জনপ্রিয় হবে। আসলে দৈনিক প্রচেষ্টা নিউজ’র মালিক আমি না। আমি উদ্যোক্তা মাত্র, আমরা সকলেই মালিক। বস্তুনিষ্ঠু সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছি।
মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও সমৃদ্ধিশালী দেশ গড়ার অঙ্গীকার নিয়ে দৈনিক প্রচেষ্টা নিউজ ইতিমধ্যে পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে এবং অর্জন করেছে জনপ্রিয়তা। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, সততা তথা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ প্রচেষ্টা নিউজ।
প্রতিষ্ঠার পর থেকে দৈনিক প্রচেষ্টা নিউজ বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করায় সবার কাছে প্রশংসিত হয়ে আসছে। আগামী দিনেও দৈনিক প্রচেষ্টা নিউজ দেশ ও জাতির সমৃদ্ধির অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি।
পরিশেষে, দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক প্রচেষ্টা নিউজ এর পাঠক, লেখক ও বিজ্ঞাপনদাতা, সাংবাদিক, ও কলাকুশলী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।