স্টাফ রিপোর্টারঃ
খুলনা খালিশপুর ঐতিহাসিক শিল্পাঙ্গন সাংস্কৃতিক একাডেমি খালিশপুর ফায়ার সার্ভিস রোডে অবস্থিত,খুলনা। হাটি হাটি পা পা করে আজ ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খালিশপুর প্লাটিনাম অফিসার্স ক্লাবে ৯ই জুন শুক্রবার, বিকাল ৪ ঘটিকায় সকল শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এবং গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শিল্পাঙ্গনের সকল শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি জনাব এ্যাডঃ কুদরত-ই-খুদা এ্যাডঃ সুপ্রীম কোর্ট,অধ্যাপক খুলনা ” ল” কলেজ।এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ও উত্তরীয় পরিয়ে দেন শিল্পাঙ্গন এর পক্ষ থেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব শেখ শাহ্জাহান আলী সভাপতি,(ভারপ্রাপ্ত),শিল্পাঙ্গন একাডেমী, শিক্ষানুরাগী।শুভেচ্ছা বক্তব্য রাখেন সঞ্জয় কুমার সাহা পরিচালক, শিল্পাঙ্গন একাডেমী। বক্তব্যের পরে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস সহকারি পরিচালক শিলা বিশ্বাস, আবৃত্তি শিক্ষিকা অনামিকা সাহা, সদস্য কবিতা সরকার, প্রিয়াঙ্কা সাহা ও শিশু শিল্পীরা সৌহার্দ্য বিশ্বাস ,সম্প্রীতি বিশ্বাস,নদী সরকার, প্রিয়ন্তী সাহা সবাই মিলে সঞ্জয় সাহাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এবং শিল্পাঙ্গন প্রতিষ্ঠানের পরিচালকের হাতে স্মৃতিস্বরূপ বিশেষ পুরস্কার তুলে দেন। তারপর শিল্পাঙ্গনের পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকল শিশু শিল্পীদের উত্তরীয় এবং ক্রেস্ট তুলে দেন এবং ৬ জন গুনীজনকে সম্মাননা স্মারক তুলে দেন। এরপরে প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখেন, এসময় উপস্থিত ছিলেন খুলনার বিভিন্ন সংস্কৃতি মনা ব্যক্তিরা ও শিশু শিল্পীরা এবং বিশেষ অতিথিঃজনাব আবু সাইদ মোঃ মেজবাউল হক অধ্যক্ষ, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল। জনাব মোসাঃ পারভিন আক্তার, কাউন্সিলর সংরক্ষিত আসন-৪, কে.সি.সি, খুলনা।
তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শুরু হয়।চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিল্পাঙ্গন প্রতিষ্ঠানকে নিয়ে একটি গান রচনা করেন ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ।সেই গানটি অতিথিদের মাঝে প্রজেক্টরের মাধ্যমে পরিবেশন করা হয়।উক্ত গানের সুরকার ও শিল্পী ছিলেন সঙ্গীতশিল্পী প্রবীর শীল।
তখন খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে শিশু শিল্পী নদী সরকার, প্রিয়ন্তী সাহা,সম্প্রীতি বিশ্বাস অনুষ্ঠানের উপস্থিত সকলকে চকলেট প্রদান করেন। তারপরে সকল শিশু শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন।রাত আটটা পর্যন্ত অনুষ্ঠানটি চলে।অসাধারণ সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।অনুষ্ঠানের সঞ্চালন করেন গিতম বিশ্বাস।শিল্পাঙ্গনের কার্যক্রম যুগ যুগ ধরে অব্যাহত থাকুক এমন প্রত্যাশায় খুলনা আর্ট একাডেমির পরিবার।