সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে আল্লারদর্গা প্রেসক্লাবের মানববন্ধন

জাতীয়

মো: লিটন উজ্জামান (কুষ্টিয়া) :-

শনিবার, দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর জেলা প্রতিনিধি , ৭১ টেলিভিশনের প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন দৌলতপুরের কর্মরত সব সাংবাদিকরা।

শনিবার (১৭ জুন) সকাল ১১টার সময় আল্লারদর্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আলাউদ্দিন, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আছানুল হক(চ্যানেল এস),

আল্লারদর্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আনাম (দৈনিক জনকণ্ঠ), যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ সম্রাট আলী (দৈনিক গণকন্ঠ),দৌলতপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম জাহিদ হাসান( দৈনিক আজকের আলো),কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি”র তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু(সাপ্তাহিক দৌলতপুর বার্তা),আল্লারদর্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা(দৈনিক আমাদের সময়),

প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরান আহমেদ রাজিব, দপ্তর সম্পাদক মিলন আলী (দৈনিক বিশ্ব মানচিত্র), কোষাধ্যক্ষ আসিক ইসলাম, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক জোহন মন্ডল, তথ্য ও গবেষণা সম্পাদক নসিব উদ্দিন, নির্বাহী সদস্য জহুরুল ইসলাম(দৈনিক হিসনা বানী) , ইবাদত আলী(দৈনিক কুষ্টিয়া বার্তা), নাজমুস সাদাত খান (দৈনিক অগ্নিখিখা),ভেড়ামারা প্রেসক্লাবের সদস্য সাগর হোসেন পবন ( দৈনিক বিশ্ব মানচিত্র), সাংবাদিক জনি,বিপ্লব,রনি, শিশির,শিমুলসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *