তারিকুল ইসলাম তারাঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাব এর আয়োজনে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংবাদ প্রকাশের জের ধরে বাংলানিউজ ২৪ ডটকম এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টেলিভিশন বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম সন্ত্রাসী হামলায় নিহত হন।
এরই প্রতিবাদে খুনের সাথে জড়িত সাধুর পাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকল আসামীদের ফাঁসির দাবী এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ১৮ জুন রবিবার বেলা ১১টায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাব এর আয়োজনে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা প্রেসক্লাব এর সহযোগিতায় সাংবাদিক ও সুশিল সমাজ সানন্দবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রশীদুল আলম শিকদার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম আকন্দ। বক্তব্য রাখেন সানন্দবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক মোঃ আব্দুস সালাম শিকদার, সাধারণ সম্পাদক মোঃ রশীদুল আলম শিকদার, রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা, সানন্দবাড়ী প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব শাহ জিহাদি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি মুক্তারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোরের চেতনা প্রতিনিধি জাকিউল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণকন্ঠ প্রতিনিধি সাংবাদিক ফরিদুল ইসলাম ফরিদ। উপস্থিত ছিলেন সানন্দবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মুশফিকুর রহমান বকুল, সাংবাদিক হারুন অর রসিদ, সাংবাদিক আমজাদ হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক রিয়াদ হাসান, সাংবাদিক ফরহাদরেজা, সাংবাদিক নাজমুল হাসান প্রমুখ ।
এসময় বক্তারা বলেন, “সারাদেশে সাংবাদিক নির্যাতন একটি সচরাচর প্রথা হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকরা যখন সত্যটা তুলে ধরছে তখনই হামলা-মামলার শিকার হচ্ছে। এভাবে সাংবাদিক নির্যাতন চলতে দেয়া যাবেনা, আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” এছাড়াও সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর এগিয়ে আসা উচিত বলেও মনে করেন বক্তাগণ।