শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার:
ইউসেপ রংপুর অঞ্চল কর্তৃক আয়োজিত অদ্যকার ইউসেপ রংপুর অঞ্চলের উপদেষ্টা পরিষদ গঠন পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউসেপ রংপুর অঞ্চলের কনফারেন্স রুমে সোমবার (১৯ জুন ২৩) দুপুরের দিকে ইউসেপ রংপুর অঞ্চল আগামীতে কিভাবে তাদের কার্যক্রম চালবে এবং এই অঞ্চলের বেকার যুবক-যুবতিদের কিভাবে দক্ষ করে গড়ে তুলে দেশের উন্নয়নে অবদান রাখবে।
সভায় আরও আলোচনা করেন ইউসেপ রংপুর অঞ্চল সমাজের পিছিয়ে পড়া মানুষদের কিভাবে মূল স্রোত ধারায় ফিরিয়ে আনবে এবং শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের দক্ষ করে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে। সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা কাউন্সিলের সদস্যগণ।
এসময় ইউসেপ রংপুর অঞ্চলের কর্মকর্তাদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন। কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমি বীর প্রতিক, বিজি, বিএম (অবসরপ্রাপ্ত), উপদেষ্টা পরিষদের সভাপতি এবং মোঃ আজহারুল ইসলাম সহযোগী অধ্যাপকর রাষ্ট্রবিজ্ঞান সরকারি বেগম রোকেয়া কলেজ, উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়। সভায় উন্মুক্ত আলোচনায় সেলিম বেঙ্গল ম্যানেজিং ডিরেক্টর, বেঙ্গল গ্রুপ ইউসেপ রংপুর অঞ্চলকে অনুরোধ করেন যে হারাগাছ অঞ্চলে একটি আউটরিচ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার জন্য।
যদি ইউসেপ আউটরিচ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে, তবে তিনি ইউসেপ কে প্রশিক্ষণ কেন্দ্রের জন্য জমি প্রদান করবেন। কেএএইচ ফকরুল আনাম বেনজু অধ্যাক্ষ, খন্দকার আব্দুল করিম মিয়া বিএম কলেজ পিরগাছা বলেন, যে ৪র্থ শিল্পবিপ্লব এর জন্য ইউসেপ রংপুর অঞ্চলকে অগ্রণি ভূমিকা পালন করতে হবে, প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদের সবাইকে নিয়ে ইউসেপ রংপুর অঞ্চলের পাশে থাকবে। আলহাজ¦ ইঞ্জিঃ. কামরুল হুদা সহকারি ইঞ্জিঃ (পিডব্লিউডি)অবসরপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর, প্লানিং হোম বলেন কনস্ট্রাকশন এবং অটোক্যাট এর উপর প্রশিক্ষণ চালু করার জন্য অনুরোধ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজিব বণিক প্রোপাইটর, আরএম স্যানেটরি,রংপুর , মোঃ শাহাদৎ হোসেন কাউন্সিলর, ৩২ নং ওয়ার্ড, রংপুর সিটিকর্পোরেশন ডা. সমর্পিতা ঘোষ (তানিয়া) মুন ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার রংপুর নাহিদ ইয়াসমিন অবসরপ্রাপ্ত সমাজ কল্যান বিদ্যা বীথি স্কুল অ্যান্ড কলেজ, রংপুর কোহিনুর বেগম পরিচালক(প্রাক্তন) জাতীয় মহিলা আইনজীবী সংঘ রংপুর হাসান মাহবুব আক্তার লোটন প্রোপাইটর, মাহবুব এন্টারপ্রাইজ রংপুর ।
সর্বশেষে ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ইউসেপ রংপুর অঞ্চলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম সবাইকে সভায় উপস্থিত থেকে সভাকে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করেন