সুনামগঞ্জ থেকে,আমির হোসেন:
ঈদ-উল আযহাকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভিজিএফ কর্মসূচীর আওতায় সুনামগঞ্জ পৌরসভার ৬ হাজার অসহায় ও গরীব নারী পূরুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় পৌরসভার সামনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, পৌরসভার সহকারী বাজার পরিদর্শক অনুপ চৌধুরী,মেয়রের সি এ মো. নুরুল আমীন সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা প্রমুখ।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে পৌরবাসীকে অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়ে বলেছেন,বর্তমান সরকার জনগনের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি উপস্থিত সবাইকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার সরকারের দীর্ঘ প্রায় তিনযুগের উন্নয়ন কর্মকান্ডকে মূল্যায়ন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে সহযোগিতা করার আহবান জানান।