টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে পারিবারিক কলহের জেরে স্ত্রী আলিছা বেগমকে (২৮) গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার নরুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদ টাঙ্গাইল সদর উপজেলার পয়লা গ্রামের সোনা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাশেদ ও আলিছা দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। ঈদের ৭ দিন পূর্বে আলিছা তার স্বামী রাশেদের সাথে ঝগড়া করে বাবার বাড়ি চলে আসেন। আজ (সোমবার) বিকেলে রাশেদ কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্ত্রী আলিছাকে গলা কেটে হত্যা করে। এ সময় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘাতক স্বামী রাশেদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
দেলদুয়ার থানার পরিদর্শক মোঃ সাইদ জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহত আলিছার ভাই রাজন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। ঘাতক স্বামী রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে।