সুনামগঞ্জ থেকে,আমির হোসেন
আগামী ৯জুলাই সিলেট মহানগরে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফল করতে তাহিরপুর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর ও বালিজুরী বাজারে লিফলেট বিতরণ শেষে আনোয়ারপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা শ্রমিক দল সভাপতি ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাইদুল কিবরিয়া, বালিজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জমিরুল হক।
লিফলেট বিতরণ ও পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলী নুর, মাহমুদ আলী, ফুল মিয়া, দ্বীন মোহাম্মদ, রতি মিয়া, মনির হোসেন, জেলা যুবদল সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক তুজাম্মিল হক নাছরুম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুবায়ের জয়নাল, বালিজুরী ইউনিয়ন যুবদল সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক হারিছ মিয়া, উপজেলা যুবদল নেতা মশিউর রহমান, আইনুল হক, মিজানুর রহমান, মুরসালিন আহমদ, উপজেলা ছাত্রদল সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, বালিজুরী ইউনিয়ন ছাত্রদল সভাপতি চাঁদ মিয়া, সাধারণ সম্পাদক সাজিদ মিয়া, ছাত্রদল নেতা মুন্না আহমদ প্রমুখ।