মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সম্পাদকের সিদ্ধান্তে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ।
কমিটি বিলুপ্ত হওয়ার ঘোষণা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ করেন রানীশংকৈল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রানীশংকৈল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদীদ ।
এ বিষয়ে সাদীদ জানান দীর্ঘদিন ধরে কমিটি থাকার পরেও জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক অন্যান্য উপজেলার কমিটি গঠন করতে ব্যর্থ হন । কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমরা এই সিদ্ধান্তে আনন্দিত। তাই আমি মিষ্টি বিতরণ করছি ।এসময় শতাধিক মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতিকে একাধিকবার মুঠো ফোনে ফোন দিলে পাওয়া যায়নি এবং সম্পাদক ‘কে ফোন দিলে আমি ব্যাস্ত আছি বলে ফোন কেটে দেয়।