রংপুরে কাউন্সিলর শিবলুর বহিষ্কারাদেশ আদালতে বহাল

জাতীয়

নিজস্ব প্রতিবেদক:

বহাল থাকল নৈতিক স্থলনজনিত অপরাধে দণ্ডপ্রাপ্ত রংপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর সাময়িক বহিষ্কারাদেশ,সোমবার চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

তার আগে গত ১৬ ই মে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।ওই আদেশের বিরুদ্ধে রিপিটেশন করেন জাকারিয়া আলম শিপলু।

পরবর্তীতে ২১জন সামরিক দরখাস্তের আবৃত্তি তিন মাসের জন্য স্থগিত করেন সুপ্রিম হাইকোর্ট ডিভিশন। আদালতের এই আদেশে সংক্ষুব্ধ হয়ে ক্রিমিনাল পিটিশন ফর লিভ টু আপিলে তৃতীয়পক্ষভুক্ত হন ভুক্তভোগী আনোয়ারুল ইসলাম।তার আবেদনের প্রেক্ষিতে ১৭জুলাই সোমবার এর শুনানি অনুষ্ঠিত হয়।

চেম্বার জজ আদালতের বিচারপতি এনায়েতুর রহিমের কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়।শুনানিতে আনোয়ারুল ইসলামের পক্ষে অংশ নেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অপরপক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *