সুত্রাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সুত্রাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জাতীয়

শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার:

রংপুর সিটির ১৫নং ওয়ার্ড দর্শনা এলাকার নারী-পুরুষ মিলে প্রায় অর্ধশতাধিক সদস্য নিয়ে গঠিত সুত্রাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি। সংগঠনটি চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠিত হয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

এর আগে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপদেষ্টা রেখে একটি আহ্বায়ক কমিটির দ্বারা পরিচালিত হয় সংগঠনটি।পরে সকলের সম্মতি ক্রমে পূর্ণাঙ্গ কমিটি নির্ধারণের লক্ষ্যে ২১জুলাই শুক্রবার উপদেষ্টা কমিটির সহযোগিতায় আগামী দুই বছরের জন্য নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

এতে ৩৫জন সদস্যের নেতৃত্ব দেবার জন্য ৬টি পদে মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবার উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করেন,পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে দুপুর ৩টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৫টায় শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়।

এরপর খানিক পরেই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি পদে হাত পাখা প্রতীক নিয়ে সর্বোচ্চ ২৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রংপুরের বিশিষ্ট সাংবাদিক মোঃ সুমন ইসলাম ও সহ সভাপতি পদে নির্বাচিত হয়- মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীক নিয়ে ২০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনির মিয়া।

পর্যায়ক্রমে কোষাধ্যক্ষ পদে বই প্রতীকে ২৪ভোট পেয়ে নির্বাচিত হন রহুল আমিন আলিফ,কার্যকারী পদে বাইসাইকেল প্রতীকে ১৬ভোটে জিহাদ নাদিম জিম ও টিউবওয়েল প্রতীকে নিয়ে ১০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামাল মিয়া।

শেষে নির্বাচিতদের মধ্যে সভাপতি সুমন ইসলাম সকল ভোটার,নির্বাচনে অংশ নেয়া প্রার্থীগণ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *