সুনামগঞ্জ প্রতিনিধ::
তাহিরপুর থানার সাধারণ ডায়েরী নং-১২২৯, তারিখ-২০/০৭/২০১৩ইং মূলে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনরোধ কল্পে স্পীড বোর্ড ও নৌকা যোগে ডিউটি করাকালীন ২১/০৭/২০২৩ইং তারিখে ১৫ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা পুলিশ ৫নং বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শগ্রামের পাকা রাস্তার “মাথায় যাদুকাটা নদীর পশ্চিম পাড় হইতে কতিপয় লোকজন সরকার কর্তৃক ইজারার বাহিরে অবৈধভাবে বালু উত্তোলন করে নৌকা লোড করছে এমন সংবাদের বৃত্তিতে তাৎক্ষনিক ভাবে তাহিরপুর থানা পুলিশের ,
সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল, অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ কাউছার আলমসহ পুলিশের একটি টিম ২১শে জুলাই ২০২৩ইং ভোর রাতে যাদুকাটা নদীতে উপস্থিত হয়ে, সাহিদুর রহমান সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল, সুনামগঞ্জ এর নেতৃত্বে অফিসার ও ফোর্স সহ রাত ২ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র)/ মোঃ আল-আমিন, সঙ্গীয় এসআই (নিরস্ত্র)/আহমেদুল আরেফিন, এএসআই(নিরস্ত্র) / মোঃ সাইফুল ইসলাম, কনস্টেবল রুপন চক্রবর্তী, সামছুল হক, ভৈরব দাস, তাহিদুল ইসলাম তপু, সর্ব তাহিরপুর থানা, সুনামগঞ্জ, এসআই (নিরস্ত্র)/ মোঃ জাহাঙ্গীর হোসাইন, এএসআই (নিরস্ত্র) / মোঃ নাজিম উদ্দিনসহ কনস্টেবল আবুল হোসাইন, সালাউদ্দিন আহম্মেদ, উসমান গনিসহ পুলিশের একটি বিশাল টিম বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র, তাহিরপুর থানা, সুনামগঞ্জদের সহায়তায় ৪২ জন আসামীকে গ্রেফতার করে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করেন।গ্রেফতারকৃত আসামীরা হলেন -১।মোঃ ইলিয়াস মিয়া (২৬), পিতা-আপ্লুত আলী, ২। জমির হহাসেন (২৮), পিতা-জয়নাল আবেদীন, উভয় সাং-খাগেরগাঁও, থানা-সুনামগঞ্জ সদর, ৩। মোঃ রেজাউল হব(২০), পিতা-মোঃ রহিম আলী,
৪। মোঃ জুয়েল মিয়া (৪২), পিতা-আলী আমজদ, উভয় সাং-দূর্লভপুর, থানা- -জামালগঞ্জ, ৫। মোঃ সিরাজুল ইসলাম (২৭), পিতা-আঃ করিম, ৬। মোঃ আক্তার হোসেন (২৮), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, ৭। মোঃ মোজাম্মেল (২৯), পিতা-আঃ করিম, সর্ব সাং-ভাদেরটেক, সর্ব থানা-বিশ্বম্বরপুর, ৮। মোঃ সিদ্দিক মিয়া (৪৮), ৯। মোঃ আব্দুর রশিদ (৪০), উভয় পিতা-মোঃ আকবর আলী, সাং-কোনাটছড়া, ১০। মোঃ মাহদী হাসান। মন্দির (৩০), পিতা-মোঃ আব্দুল খালেক, সাং-সোহানা, ১১। মাফিক মিয়া (২৮), পিতা-সোনাই মিয়া, সাং- নোয়াগাঁও (ভোলাখালী), ১২। মোঃ আতিকুল ইসলাম (১৯), পিতা-মোঃ আক্তার মিয়া, সাং কোনাটছড়া, সর্ব থানা- তাহিরপুর ১৩। মোঃ আনছারুল হক(২৮), পিতা-মোঃ রজব আলী, ১৪। মোঃ সবুজ মিয়া (১৮), পিতা-মোঃ মোক্তার আলী, উভয় সাং-পূর্লভপুর, থানা- জামালগঞ্জ,
১৫। মোঃ শেখ ফরিদ (২৪), পিতা-মোঃ রহমত আলী, ১৬। মোঃ নুর ইসলাম (২৪), পিতা-মোঃ মন মিয়া, ১৭। মোঃ তরিকুল ইসলাম (২২), পিতা-আব্দুস সাত্তার, সর্ব সাং-ভালেরটেক, থানা-বিশ্বম্বরপুর, ১৮। আৰু তালহা (২১), পিতা-মোঃ নাছির উদ্দিন, সাং-আরপিননগর, ১৯। আব্দুল গাফ্ফার (২০), . পিতা-মতিছিন আলী, সাং-হুরারকান্দা, উভয় থানা-সুনামগঞ্জ সদর মডেল সর্ব জেলা সুনামগঞ্জ, ২০। মোঃ কামাল: হোসেন(৩৫), পিতা-আলা উদ্দিন গরামী, সাং-বাহাদুরপুর, থানা-মুলাদী, জেলা-বরিশাল, ২১। কাউছার মিয়া (২২), পিতা-মোঃ ইব্রাহীম,২২। শওকত (৩২), পিতা-মোঃ হাসীম, উভয় সাং-ভাদেরটেক, থানা-বিশ্বম্বরপুর, জেলা- সুনামগঞ্জ,
২৩। আবু বক্কর (২২), পিতা- ছাদ্দক আলী, সাং-মাইঝবাড়ী, থানা-সুনামগঞ্জ সদর মডেল, ২৪। জাহিদুল ইসলাম(২২), পিতা-সফর উদ্দিন, সাং-ছোট ঘাগটিয়া, ২৫। সৈয়দ হোসেন (৪৮), পিতা-আব্দুল কাদির, ২৬। মেহেদী হাসান (২০), পিতা-জিয়াউর রহমান, ২৭। নাইম আহমদ (১৮), পিতা-মোঃ লাল মিয়া ২৮। সাব্বির -আহমদ (৩৫), পিতা-আব্দুল ওয়াহাব, সর্ব সাং-ফতেহপুর, থানা-জামালগঞ্জ, ২৯। হারুন মিয়া (৩৮), পিতা-আব্দুল লতিফ, ৩০। রেজাউল করিম (৪৩), পিতা-আমির উদ্দিন, উভয় সাং-পুরানগাঁও, ৩১। আব্দুর রহমান(৩৮), পিতা- সাইদুর রহমান, ৩২। সামছুল ইসলাম (৩২), পিতা-ফজলুর রহমান, উভয় সাং-মথুরাকান্দি,
৩৩। রুহুল আমিন(৩৩), পিতা-আবুল খায়ের, সাং-চালবন্দ ৩৪। মোঃ আতাবুর রহমান (৩২), পিতা-আব্দুল কাদির, সাং-ডলুরা, ৩৫। বাবলু মিয়া (২৮), পিতা- ইসলাম উদ্দিন, সাং-বাগুয়া, ৩৬। জাহাঙ্গীর আলম (৩২), পিতা-কামাল মিয়া, সাং- রামপুর, সর্ব থানা-বিশ্বম্ভরপুর, ৩৭। মোঃ শহীদ মিয়া (২৮), পিতা-মোঃ মতিছিন আলী, সাং-হুরারকান্দা, থানা-সুনামগঞ্জ সদর মডেল, ৩৮। মোঃ ইকবাল হোসেন (২৪), পিতা-মোঃ আলা উদ্দিন, সাং-সোহালা, থানা-তাহিরপুর, ৩৯। শামীম মিয়া (৩৫), পিতা-খুর্শেদ মিয়া, সাং-চালবন্দ, ৪০। জামাল মিয়া (৩২), পিতা-নুরুল হক মিয়া, সাং-ভাদেরটেক, ৪১। বাবুল হোসেন (৩৫), পিতা- হাবি মিয়া, সাং-চালবন্দ, সর্ব থানা- বিশ্বম্বরপুর,
৪২। মোঃ জুনায়েদ (১৮), পিতা-মোঃ হারুন মিয়া, সাং-হুরারকান্দা, থানা-সুনামগঞ্জ সদর মডেল, সর্ব জেলা-সুনামগঞ্জ এবং উক্ত আসামীদের দখল হইতে উদ্ধারকৃত ০৯টি ড্রেজার মেশিন সংযুক্ত ইঞ্জিন চালিত কাঠ বডি নৌকা, ০১টি ড্রেজার মেশিন সংযুক্ত ইঞ্জিন চালিত স্টিল বড়ি নৌকা, ০১টি বারকি নৌকা, ০৩টি ইঞ্জিন চালিত স্টিল বডি ভাল্কহেড ও ১,৩৫০ ঘনফুট পানি মিশ্রিত বালু সহ জব্দ তালিকা মূলে থানায় হাজির হইয়া উল্লিখিত গ্রেফতারকৃত আসামীসহ তাহাদের সহযোগী পলাতক আসামী ৪৩। আলমগীর হোসেন (২৫), পিতা-জামাল মিয়া, সাং-ঢালারপাড়,
৪৪। গোলাম রব্বানী(৩২), পিতা-অজ্ঞাত, সাং- মোদেরগাঁও, ৪৫। খায়রুল (৩০), পিতা-অজ্ঞাত, সাং-ঘাগটিয়া (আদর্শগ্রাম), ৪৬। মোঃ জনি (২৭), পিতা-অজ্ঞাত, সাং-বাদাঘাট, ৪৭।
রতন মিয়া (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-ঢালারপাড়, সর্ব থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করাহয়। জানা যায় তাহিরপুর থানাধীন ৫নং বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শগ্রামের পাকা রাস্তার মাথায় যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে উপস্থিত হইয়া অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাড় কাটার সময় তাদের গ্রেফতার করা হয়। যার তাহিরপুর থানা মামলা নং-১০,২১/০৭/২০২৩