মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলায় মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.২৮ পেয়ে উত্তীর্ণ হয়েছিল তিনি ।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ওই ইউনিয়নের সদস্য গণেশ চন্দ্র ঘোষ। ওই শিক্ষার্থীর নাম মিষ্টি রায় (১৬)। সে ওই এলাকার প্রেমানন্দ রায়ের মেয়ে।
সে খোঁচাবাড়ী গার্লস স্কুল থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। স্থানীয় ইউপি সদস্য গণেশ চন্দ্র ঘোষ বলেন, ‘সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হলে মিষ্টি জিপিএ ৪.২৮ পেয়ে উত্তীর্ণ হয়।
তার প্রত্যাশা ছিল পরীক্ষায় জিপিএ-৫ পাবে। কিন্তু জিপিএ-৫ না পাওয়ায় আজকে সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘স্কুলছাত্রীর আত্মহত্যার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি।’