সুনামগঞ্জের মধ্যনগরে বিদেশী মদসহ আটক ২

জাতীয়

আহম্মদ কবিরঃ

সুনামগঞ্জের মধ্যনগরে এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশী মদসহ দুই যুবককে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দুমাল গ্রামের আব্দুল মন্নাফ এর ছেলে আজিজুল হক(৩২)পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ এর ছেলে তৌহিদ মিয়া(৩৫)।

সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল এর তথ্যসুত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা অফিসার ইন-চার্জ জাহিদুল হক এর নির্দেশে এসআই শামীম আল মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় গতকাল রাত ১১টায় মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের একটি মাছমহালের নদীর পাড়ে একটি ইঞ্জিন চালিত নৌকা হতে তাদের আটক করে।

এসময় আসামিদের ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগ হতে ১৫বোতল বিদেশী মদ উদ্ধারপুর্বক,ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকাসহ তাদের হেফাজতে থাকা ১৫বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

মিডিয়া সেল নিশ্চিত করে জানায় মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এবং যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *