সুনামগঞ্জ থেকে,আমির হোসেন:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় এবং বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুনামগঞ্জ ১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মো: সেলিম আহমদ। এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে কওমি মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মো: সেলিম আহমদ।
পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মাদ্রাসার সকল শিক্ষার্থীসহ এলাকার মুরুব্বিয়ান ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।